বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন বিপিডিএ ১ অক্টোবর ২০০৬ইং সনে পল্লী, প্রাথমিক, প্যারামেডিক্স, ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত (যারা বিএমডিসি’র নিবন্ধিত নয়) দের নিয়ে কাজ করছে। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এমওইউ করে প্রত্যন্ত অঞ্চলে প্রাক্টিসরত বিপিডিএ’র সদস্যদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সামাজিক মর্যাদা বৃদ্ধি, জীবন জীবিকার মান উন্নয়নে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যগণ দীর্ঘদিন যাবৎ প্রত্যন্ত অঞ্চলে স্বল্প আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। বিপিডিএ’র সদস্যদের দক্ষ জনসম্পদে পরিণত করার লক্ষে ও গ্রাম অঞ্চলে দারিদ্র জনগোষ্ঠিকে ভুল চিকিৎসার হাত থেকে রক্ষা, এন্টিবায়োটিক, স্টেরয়েডের অপব্যবহার রোধ, রেফারেল সিস্টেম চালুর মাধ্যমে চিকিৎসা সেবার মান উন্নয়নকল্পে কাজ করলেও শতবাধা-বিপত্তি পেরিয়ে ১ অক্টোবর ২০১৮ সালে রংপুর বিভাগের বিপিডিএ’র সদস্যদের অর্থায়নে বিপিডিএ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও মেজর ক্লিনিক এন্ড নার্সিং হোম প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।