বিপিডিএ’র সামাজিক কর্মকান্ড:

বিপিডিএ একটি পেশাজীবি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। যেমন: সদস্যদের আপদকালীন আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচী, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে গরীব-অসহায়দেরকে আর্থিক ও স্বাস্থ্য সেবা দিয়ে সহযোগিতা করা এবং সরকারি যে কোন স্বেচ্ছাসেবী কর্মকান্ডে সহযোগিতা ও অংশগ্রহণ করা। এছাড়াও বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড ও ডিজএ্যাবিলিটি হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর মাধ্যমে নারীদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, ফাইলেরিয়া ও প্রতিবন্ধীসহ অঙ্গ হারানো লোকদের মানসিক বিকাশ ও পুনর্বাসনের লক্ষে হস্ত ও কুটিরশিল্প এবং সেলাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণেও কাজ করছে বিপিডিএ ও সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব। এছাড়াও প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা সুফল পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব’র বিশেষজ্ঞ চিকিৎসকগণসহ বিপিডিএ’র প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ টিম অতিদরিদ্র পরিবারকে ফাইলেরিয়াসিস সহ অন্যান্য রোগের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *