বিপিডিএ’র সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি:

বিপিডিএ দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় একক, যৌথ, অংশীদারী ভিত্তিতে হাসপাতাল, ডায়াগনোস্টিক, ক্লিনিক ও জিপি সেন্টার স্থাপনায় এমবিবিএস, বিডিএস, ডিএমএফ, মেডিকেল টেকনোলজিস্টসহ স্নাতক, স্নাতকত্তোর পাশ জনবল এবং ইউনিয়ন পর্যায়ে একজন করে প্যারামেডিক্স ডাক্তার ও ওয়ার্ড পর্যায়ে বেসরকারি ভাবে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য কর্মী চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছে। বেকারত্ব বিমোচন, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক কাজ করে যাচ্ছে। ডিজএ্যাবিলিটি হিউম্যান রাইট ওয়েলফেয়ার অর্গানাজেশন (ডিএইচআরডাব্লিউও) বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) ও সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব’র যৌথ পরিচালনায় কমিউনিটি বেইজ হেলথ সার্ভিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সিবিএইচআইপি) সারা দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়াও বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং বিডা’র কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে উৎপাদন ও কর্মমুখী অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করে জিডিপি প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে অর্জনের লক্ষে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *