আমাদের দেশে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক এ কর্মরত ও প্রাথমিক চিকিৎসা সেবার প্রশিক্ষণ প্রদান করার মতো সরকারি নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান নেই। অথচ তাদের বৈধভাবে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ পরবর্তীতে কার্যক্রম পর্যাবেক্ষণ করলে আইনগত হয়রানি হতে মুক্ত সহ সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। আমাদের দেশে প্রতিবছর সরকারি ও বেসরকারি খাতে যে সংখ্যাক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তার দ্বিগুণ হারে কর্মপ্রার্থী শ্রম বাজারে প্রবেশ করছেন যার ফলে তাদের কর্মসংস্থান প্রদান করা সম্ভব হচ্ছে না। এসব বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা করলে নির্ধারিত সময়ের মধ্যে এসডিজির লক্ষ্য অর্জন ও ধারাবাহিকভাবে জিডিপি বৃদ্ধির হার দুই অংকে ধরে রাখা সহায়ক হবে। এবং তাদের নিরাপদ কর্মস্থল প্রদান করিলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। চাকুরী প্রত্যাশিরা যদি এই প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তায় পরিণত হয় তাহলে একদিকে যেমন নিজের উপার্জনের কর্মসংস্থান করতে পারবেন একই সাথে ব্যবসা/প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে বেকার জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির করে বেকারত্ব দূরীকরণ সম্ভব হবে।