স্টেরয়েড হল এমনই এক ঔষধ যা যন্ত্রনা নির্মূল করতে বিশেষ কার্যকারী, গ্রামীণ পর্যায়ে রেজিষ্টার্ড চিকিৎসক না থাকায় ফার্মেসী হোল্ডার, প্রাথমিক, পল্লী, প্যারামেডিক্স, ডিপ্লোমা প্রশিক্ষণধারী প্রচলিত আইন ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে নিজের ইচ্ছে মত ব্যবহার করছে যত্রতত্র স্টেরয়েড, যার ফলে ম্যাজিকের মত রোগী আরাম পাওয়ায় রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের স্ম^রণাপন্ন হওয়ার প্রয়োজন মনে করছে না। ফলে ঘটছে নানারকম পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়াবেটিস প্রবণতা, বøাড প্রেসার, কোলেস্টেরল বৃদ্ধি পাচ্ছে। মাত্রাতিরিক্ত ও দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহারের কারণে হাড় ভঙ্গুর (অস্টিওপোরোসিস) সাইকোলজিক্যাল সমস্যা (সাইকোসিস) শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) হ্রাস, গ্যাসট্রিক, আলসার, চামড়ার ঘনত্ব কমে আসা, স্পাইনাল ইনজুরি বা ফ্র্যাকচার, দেহে লোমের আধিক্য মহিলাদের গলার স্বর পরিবর্তনসহ বহু ধরণের শারিরিক সমস্যার সৃষ্টি হচ্ছে।