বিপিডিএ এর আওতাধীন সকল প্যারামেডিক্স চিকিৎসককে হাতে-কলমে বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাবে যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে দেশ ও সরকারের প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজে লাগিয়ে স্বাস্থ্য সেবায় সরকারের প্রতিটি পদক্ষেপ সহজভাবে বাস্তবায়ন করা সম্ভব। বিপিডিএ এর সকল সদস্যদের বৈধভাবে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা ও নিরাপদ কর্মস্থলে চিকিৎসা সেবা প্রদানের জন্য সঠিক রোগ নির্ণয়, এন্টিবায়োটিক, ষ্টোরয়েডের অপব্যবহার রোধকল্পে ও রেফারেল সিস্টেম চালুর জন্য সকল সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থাসহ সদস্যদের আইনগত সহায়তা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, সরকারের দিক নির্দেশনা মেনে প্রাথমিক চিকিৎসা উন্নয়নকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ পেশাগত বৈধতা, হয়রানি বন্ধ ও বিভিন্ন ধরনের যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ সাপেক্ষে সরকারের স্বীকৃতি আদায় করাই বিপিডিএ এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।