বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড’র চেয়ারম্যান এর আবেদনের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন, ইনভেস্টমেন্ট আফটার কেয়ার অধিশাখা, প্লট-ই-৬/বি, আগারগাও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ এ ০৮ জুন ২০২২ বিডা’র নির্বাহী সদস্য (স্ট্যাটেজিক ইনভেস্টমেন্ট) জনাব অভিজিৎ চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটির বিষয়ে সম্যকধারণা লাভ, সকল কাগজ-পত্রাদি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারনে বিডা’র উচ্চ পর্যায়ের ০৯ জন কর্মকর্তা ইএসডিপি-এর বিজনেস প্লান অনুযায়ী ৮৫৫০৯৬/৮৫৫২৩০ এর রেজিস্ট্রেশন, আরজেএসসি’র রেজিস্ট্রেশন, বিডা’র রেজিস্ট্রেশন, ০৬/০৭/১৯ তারিখের ৫৩৫৩ নং চুক্তি, সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব’র সকল প্রকার কাগজ-পত্রাদি ও মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-১০৫০১/২১ সহ রিট পিটিশনে জমাকৃত আনুসাঙ্গিক কাগজ-পত্রাদি পর্যালোচনা করার পর মিটিং এ উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানকে ইএসডিপি ও বিডা’র রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র ব্যতিক্রমধর্মী ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অত্র প্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করার জন্য সরকারি সফরের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিদর্শনের ও বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড’কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোষ্য প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য ইএসডিপি, আরজেএসসি ও বিডা’র অনুমোদিত প্রকল্পের বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণ পূর্বক প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিপিডিএ এইচইটিটিএল’র চেয়ারম্যানকে বিডা কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেন।