মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা সংক্রান্ত তথ্য

বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড’র চেয়ারম্যান এর আবেদনের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন, ইনভেস্টমেন্ট আফটার কেয়ার অধিশাখা, প্লট-ই-৬/বি, আগারগাও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ এ ০৮ জুন ২০২২ বিডা’র নির্বাহী সদস্য (স্ট্যাটেজিক ইনভেস্টমেন্ট) জনাব অভিজিৎ চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটির বিষয়ে সম্যকধারণা লাভ, সকল কাগজ-পত্রাদি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারনে বিডা’র উচ্চ পর্যায়ের ০৯ জন কর্মকর্তা ইএসডিপি-এর বিজনেস প্লান অনুযায়ী ৮৫৫০৯৬/৮৫৫২৩০ এর রেজিস্ট্রেশন, আরজেএসসি’র রেজিস্ট্রেশন, বিডা’র রেজিস্ট্রেশন, ০৬/০৭/১৯ তারিখের ৫৩৫৩ নং চুক্তি, সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব’র সকল প্রকার কাগজ-পত্রাদি ও মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-১০৫০১/২১ সহ রিট পিটিশনে জমাকৃত আনুসাঙ্গিক কাগজ-পত্রাদি পর্যালোচনা করার পর মিটিং এ উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানকে ইএসডিপি ও বিডা’র রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র ব্যতিক্রমধর্মী ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অত্র প্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করার জন্য সরকারি সফরের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিদর্শনের ও বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজি লিমিটেড’কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোষ্য প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য ইএসডিপি, আরজেএসসি ও বিডা’র অনুমোদিত প্রকল্পের বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণ পূর্বক প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিপিডিএ এইচইটিটিএল’র চেয়ারম্যানকে বিডা কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *