পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, টেলিমেডিসিন ও জিপি সেন্টার বাস্তবায়নের জন্য দেশব্যাপি উপজেলা, পৌরসভা, মহানগর, জেলা ও বিভাগীয় শহরে ১টি করে কার্যালয় অনুমোদন দেওয়া হবে। কার্যালয় অনুমোদন দেওয়ার পর অফিস ভাড়া, বিদ্যুৎ, ইন্টারনেট, ফোন বিল, স্টাফ বেতন, অফিসের সকল প্রয়োজনীয় আসবাবপত্র কেন্দ্রীয় কমিটি হতে প্রদান করা হবে।
উল্লেখ্য যে, পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে অফিস/কার্যালয় ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে স্থানীয় কমিটি (আহ্বায়ক কমিটি) সমস্ত ব্যয়ভার বহন করবে।