বিপিডিএ’র সাংগঠনিক কাঠামো:

বিপিডিএ’র গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি রয়েছে। সাংগঠনিক তৎপরতা ও কর্মের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়। নিয়মিত কমিটি করার পূর্বে আহ্বায়ক কমিটি করার জন্য ইউনিয়নে ৩-৫ জন, উপজেলা/পৌরসভায় ১১-২১ জন, জেলায় ১৭-২৭ জন, মহানগর ও বিভাগে ২১-৩১ জন নিয়মিত সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি সংগঠনের তহবিলের কোন অর্থ ভাউচার মূলে খরচ করতে পারবে না। পূর্ণাঙ্গ কমিটির জন্য ইউনিয়ন পর্যায়ে ১১ জন, উপজেলা/পৌরসভা ৫১, জেলা ৭১, বিভাগ/মহানগর ৮১জন ও কেন্দ্রিয় কমিটি ১০১ সদস্য বিশিষ্ট হবে। কেন্দ্রিয় কমিটিকে সকল প্রকার সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করার জন্য বিপিডিএ’র একটি নির্বাহী পরিষদ রয়েছে। একজন সদস্য কোন অবস্থায় একাধিক কমিটিতে সদস্য হতে পারবে না। পূর্ণাঙ্গ কমিটি সাংগঠনিক কার্যক্রমের ব্যয় নির্বাহের জন্য সংগঠনের বিধি মাফিক অর্থ ব্যয় করতে পারবেন। আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ দিন ও পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২ বছর। বিধি মাফিক নবায়ন না করলে বিনা নোটিশে ওই সদস্য’র পদ বাতিল বলিয়া গণ্য হইবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *