বিপিডিএ’র সদস্য হওয়ার যোগ্যতা ও নিয়মাবলী

দেশের সকল জেলা ও উপজেলার অন্তর্ভূক্ত সকল পল্লী/গ্রাম্য, প্যারামেডিক্স, ডিপ্লোমা ডাক্তারগণ যারা সর্বনিম্ন এসএসসি পাশ এবং পেশাগত প্রশিক্ষণ সনদ আছে তারা বিপিডিএ’র সদস্য হতে পারবেন। এক্ষেত্রে ১০০ টাকা মূল্যমানের বিপিডিএ’র নির্ধারিত ফরম পূরণ করে সদস্য হওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদন অনুমোদিত হইলে সংগঠনের রশিদ/ব্যাংক একাউন্ট মূলে ১০৫০/- (এক হাজার পঞ্চাশ) টাকা ভর্তি ফি বাবদ জমা দিলে সদস্য পদ লাভ করা যাবে।


আবেদনের সাথে চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি ও নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি প্রদান করতে হবে। 


সদস্য পদ লাভের পর বাৎসরিক ৫০০ (পাঁচশত) টাকা নবায়ন ফি ও তিন বছর পর পর উন্নয়ন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা প্রদান করতে হবে।


বিঃ দ্রঃ ওয়েবসাইটে দেয়া ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করা যাবে। সেক্ষেত্রে প্রার্থীকে ফরম বাবদ ১০০/- (একশত) টাকা ওয়েবসাইটে দেওয়া বিকাশ নম্বরে পাঠিয়ে একই নম্বরে ট্রানজেকশন আইডি দিয়ে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করতে হবে।