বিপিডিএ’র সদস্য হওয়ার যোগ্যতা ও নিয়মাবলিঃ

দেশের সকল জেলা ও উপজেলার অন্তর্ভূক্ত সকল (চিকিৎসা বিষয়ক) পল্লী, প্রাথমিক, প্যারামেডিক্স, ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্তগণ যারা সর্বনিম্ন এসএসসি পাশসহ পেশাগত প্রশিক্ষণ সনদ আছে এবং বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগোনস্টিক ও ঔষধ কোম্পানীতে কর্মরত আছে তারা বিপিডিএ’র সদস্য হতে পারবেন। এক্ষেত্রে ১০০ টাকা মূল্যমানের বিপিডিএ’র নির্ধারিত ফরম পূরণ করে সদস্য হওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদন অনুমোদিত হইলে সংগঠনের রসিদ/বিকাশ/ব্যাংক একাউন্ট মূলে ১০৫০/- (এক হাজার পঞ্চাশ) টাকা ভর্তি ফি বাবদ জমা দিলে সদস্য পদ লাভ করা যাবে। আবেদনের সাথে প্রশিক্ষণ সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ০৬ কপি পাসপোর্ট সাইজ ছবি ও নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি প্রদান করতে হবে। সদস্য পদ লাভের পর বাৎসরিক ৫০০/- (পাঁচশত) টাকা নবায়ন ফি ও তিন বছর পর পর উন্নয়ন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা প্রদান করতে হবে।

বিঃ দ্রঃ ওয়েবসাইটে দেয়া ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করা যাবে। সেক্ষেত্রে প্রার্থীকে ফরম বাবদ ১০০/- (একশত) টাকা ওয়েবসাইটে দেওয়া বিকাশ নম্বরে পাঠিয়ে একই নম্বরে ট্রানজেকশন আইডি দিয়ে এসএমএস মাধ্যমে কনফার্ম করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *