যারা স্বল্প মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে/চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন তারা ভর্তি ফি, বাৎসরিক নবায়ন ফি ও উন্নয়ন ফি দেওয়ার শর্তে বিপিডিএ’র প্রাথমিক সদস্য পদ লাভ করবেন এবং টেলিমেডিসিনে যুক্ত থাকবেন। হাসপাতাল, ডায়গোনস্টিক, ক্লিনিকে কর্মরতগণ বিপিডিএ’র প্রশিক্ষণ গ্রহণ ও টেলিমেডিসিনে সেবা প্রদান করার শর্তে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
সাধারণ সদস্য: যারা ঔষধ কোম্পানী, বে-সরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক ও ক্লিনিকে কর্মরত আছে, প্রত্যেক মাসে কমপক্ষে একজন বিপিডিএ’র নিয়মিত সদস্য সংগ্রহ, সকল কার্যক্রম বাস্তবায়নের সহায়তা ভর্তি ফি, বাৎসরিক নবায়ন ফি, উন্নয়ন ফি, স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ গ্রহণের শর্তে বিপিডিএ’র সাধারণ সদস্যপদ লাভ করিতে পারবেন।