দেশি ও আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন ও স্বীকৃতি:

প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য বিভিন্ন দেশি-বিদেশি প্রতিনিধি অত্র প্রতিষ্ঠানে আসেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডেভিড প্রেস্টন, কানাডিয়ান রাষ্ট্রদুত, বাংলাদেশ; ক্যাথেরিন আর ডেভ্রিস, প্রেসিডেন্ট, আন্তর্জাতিক ইউরোলজি স্বেচ্ছাসেবক ও তার সফরসংঙ্গী; ডাঃ জর্জ জন কোম্বাকর্ন ও বিশ্ব স্বাস্থ্য প্রতিনিধি বৃন্দ; ডাঃ গৌতম বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্যসংস্থা প্রতিনিধি, জেনেভা; ডাঃ ই.এ. পাদমিসরি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, দক্ষিণ পূর্ব এশিয়া; জনাব এ.এফ.এম সরোয়ার কামাল, প্রাক্তন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; জনাব এ. ওয়াহিদ খান, যুগ্ম প্রধান, পরিকল্পনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডেভিড স্পাউল, কানাডিয়ান রাষ্ট্রদুত; ডাঃ মোঃ আব্দুর রহমান খান, স্বাস্থ্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর; ডাঃ শাহাজাহান বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; এন্ডি রাইট জিএসকে, ইউকে; মাইন ইমোটো জিএসকে, ইউএসএ; ডাঃ শমির দেব, জিএসকে, ভারত; মিঃ তাসরুদা সিনাইয়া, দ্বিতীয় সচিব, জাপান দূতাবাস, ঢাকা; মেজর জেনারেল [অবঃ] ডাঃ এ.এস.এম মতিউর রহমান, মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফরহাদ আহম্মেদ মজুমদার, দেশীয় প্রতিনিধি লেপ্রা বাংলাদেশ ও জোসে ডি ক্রুজ প্রোগ্রাম অফিসার এশিয়া লেপ্রা, কাটাসুকি ইয়ামাদা, জাপান; মোঃ হাফিজুর রহমান, কেয়ার, বাংলাদেশ; হানাকো মোরি জাপান; ডাঃ রওশন আলম, ডিডি ডিজিএইচএস, ঢাকা; ডাঃ মোঃ লাবিব হাসান ও ডাঃ শাহরিয়ার মোরশেদ, সহকারী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর; বিপিডিএ-এর সারাদেশের সদস্যদের ‘স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদানের বিষয়ে লেপ্রা বাংলাদেশের সাথে অত্র হাসপাতালে প্রশিক্ষণ প্রদানের জন্য লেপ্রা বাংলাদেশের কান্টি ডিরেক্টর ডাঃ ডেভিড পাহান প্রতিষ্ঠানটি পরিদর্শনের পর এমওইউ করেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সুনীল কুমার অধিকারী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর দেশিয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ফাইলেরিয়া হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং উক্ত হাসপাতালের ব্যতিক্রমধর্মী সকল কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। প্রতিবছর ১৫ জানুয়ারী জাতীয় ফাইলেরিয়া দিবস উদযাপন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *