চিকিৎসা পেশা একটি মহৎ পেশা। মানবতার এই পেশায় শেখার ও জানার কোন শেষ নেই। সঠিক পরামর্শ ও রোগীদের উত্তম সেবা দেওয়ার জন্য দক্ষতা বৃদ্ধির কোর্স, এ পেশার জন্য অপরিহার্য। যুগ যুগ ধরে নতুন নতুন রোগ ও ভাইরাসের আবির্ভাব ঘটছে পৃথিবীতে। প্রতিটি রোগের বা ভাইরাসের উপর দীর্ঘসময় গবেষণার ফলে মিলছে সমাধান। তারই প্রেক্ষিতে নতুন নতুন রোগ ও নতুন নতুন ঔষধ প্রয়োগের বাস্তব ধারনা সেমিনারের মাধ্যমে এমবিবিএস/বিডিএস, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সরাসরি/অনলাইনের মাধ্যমে বিপিডিএ যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করছে, যা চলমান পেশায় প্রচলিত আইন জানা ও মানা গুরুত্বপূর্ণ ও সহায়ক ভ‚মিকা পালন করবে। এছাড়াও বিপিডিএ’র সদস্যদের প্রশিক্ষিত করতে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘লেপ্রা বাংলাদেশ’ ও সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। সম্পাদিত ওই চুক্তির ফলে বিপিডিএ’র সদস্যদের দেশ-বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের দ্বার উন্মোচিত হয়েছে। এই সুবিধার আওতায় থাকছে, বিপিডিএ হেল্থ এডুকেশন ট্রেনিং এন্ড টেকনোলজী লিমিটেড এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানের প্রশিক্ষণের বিষয়ে আগ্রহী কর্মকর্তা-কর্মচারীগণও।