আইনগত সুবিধা

বিপিডিএ’র সদস্যগণ সরকারী নির্দেশনা মেনে নিয়মিত ‘টেলিমেডিসিন চিকিৎসায়’ যুক্ত থেকে  নিরাপদে প্রাক্টিস করতে পারবেন। টেলিমেডিসিন চিকিৎসা প্রদানকালে আইনগত কোন বাঁধার সম্মুখীন হওয়ার সুযোগ নেই। কারণ টেলিমেডিসিনের ব্যবহারে বিপিডিএ দেশের প্রথম অনুমোদিত একমাত্র পেশাজীবী সংগঠন, যা সরকার স্বীকৃত। তথাপিও প্রশাসনিক কোন হয়রানির শিকার হলে বিপিডিএ আইনগত সহযোগিতাসহ আর্থিক ব্যয় নির্বাহ করবে ও সৃষ্ট হয়রানি মামলা সাংগঠনিক ভাবে মোকাবেলা করবে। তবে এক্ষেত্রে  সুবিধাভোগীর অবশ্যই মেম্বারশীপ হাল নাগাদ থাকতে হবে।