আইএসিআইবি’র সাথে বিপিডিএ’র সম্পর্ক

বিপিডিএ’র সকল সৃজনশীল কর্মকান্ড দীর্ঘদিন পর্যাবেক্ষণ করে বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ফাইলেরিয়া হাসপাতালের প্রকল্প পরিচালক, আইএসিআইবি’র চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোয়াজ্জেম হোসেন বেদখলকৃত হাসপাতালটি উদ্ধার করে নব উদ্যমে পরিচালনার জন্য বিপিডিএ’কে দায়িত্ব দেন। পরে ডাঃ মোয়াজ্জেম হোসেন বিগত ০৬/০৭/২০১৯ সালে রংপুর নোটারী পাবলিক কার্যালয়ে ৫৩৫৩ অঙ্গীকার মূলে বিপিডিএ’র পক্ষে কেন্দ্রিয় কমিটির মহাসচিব ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রাকিবুল ইসলাম’র সহিত হাসপাতাল উদ্ধার ও পরিচালনা করার দায়িত্ব প্রদান সংক্রান্ত একটি এফিডেভিট (চুক্তিপত্র) সম্পূর্ণ করেন। উক্ত চুক্তির আলোকে ডাঃ মোয়াজ্জেম হোসেন ১৫০ জন বিপিডিএ’র সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে বিগত ২৮ অক্টোবর ২০১৯ তারিখে স্ব-হস্তে সনদ প্রদান করেন। এছাড়াও বিপিডিএ’র কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নের্তৃবৃন্দকে আইএসিআইবি’র চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করান ও সারা দেশের বিপিডিএ’র সদস্যদের পর্যায়ক্রমে কয়েকটি ব্যাচের প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে আইএসিআইবি’র চেয়ারম্যান সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালসহ রংপুর বিভাগের বিবিধ কার্যক্রম পরিচালনার জন্য সার্কিট হাউস লেন, ধাপ, রংপুরে একটি প্রশাসনিক অফিস উদ্বোধন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *